মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৮ পূর্বাহ্ন
হাসিবুল হাসান : স্বাধীনতার সুর্বণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে পিরোজপুর পৌরসভার আয়োজনে আগামী ০৩ মার্চ বৃহস্পতিবার পৌরসভার ৯ টি ওয়ার্ডে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকালে এ উপলক্ষে পিরোজপুর পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র আলহাজ্ব মো: হাবিবুর রহমান মালেক এর সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরসভার সচিব, প্রকৌশলীবৃন্দ এবং পৌর কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সভায় আগামী ০৩ মার্চ বৃহস্পতিবার বিকেল ৩.০০ ঘটিকায় ০১নং ওয়াডের্র মুক্তারকাঠী বাইপাস মোড়, ০২ নং ওয়াডের্র পুলিশ লাইনস্ হাই স্কুল মাঠ, ০৩ নং ওয়ার্ডের বড় খলিশাখালী সরকারী প্রা: বিদ্যালয় মাঠ, ০৪ নং ওয়ার্ডের পালপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন, ০৫ নং ওয়ার্ডের পশ্চিম পিরোজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ, ০৬ নং ওয়ার্ডের ভাইজোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ, ০৭ নং ওয়ার্ডের পিরোজপুর পৌরসভার সম্মূখে, ০৮ নং ওয়ার্ডের খামকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ, ০৯ নং ওয়ার্ডের হুলারহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বাধীনতার সুর্বণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে প্রথমে আলোচনা সভা ও পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।