নানা কর্মসূচীর মধ্য দিয়ে পিরোজপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালিন করছে পিরোজপুর জেলা আওয়ামীলীগ সহ অংগ সংগঠন গুলো। এ দিবসটি উপলক্ষে সোমবার সকাল ৭ টায় শহরের পিরোজপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনসহ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছে জেলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সকল অংগ সংগঠনের নেতা কর্মী বৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম এ আউয়াল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড কানাই লাল বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড শহিদুল ইসলাম শহিদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি সাদউল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরন, পিরোজপুর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড আক্তারুজ্জামান মানিক, সদর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বিপ্লব, জেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি রাসেল পারভেজ রাজা, সাধারন সম্পাদক সুমন সিকদার সহ নেতৃবৃন্দ।পরে দিবসটি উপলক্সে বিকেলে জেলা আওয়ামীলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগ কার্যালয় মিলনায়তনে একটি আলোচনা সভা ও দোয়া মোনাযাতের আয়োজন করা হয়েছে।