বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:৪৩ অপরাহ্ন
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পন্ড হয়েছে। রোববার (৬ মার্চ) সকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে কার্যালয়ের সামনে সমাবেশ করে জেলা ছাত্রদল।
সমাবেশ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার। জেলা ছাত্রদলের সহ-সভাপতি সোহেল শেখ এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সাহিন এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি মেহেদি হাসান তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান, মারজান সোহেল, এমরাজ তালুকদার ও পৌর ছাত্রদলের সদস্য সচিব বেল্লাল খানসহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, সরকার সীমাহীন দূর্ণীতি শুরু করেছে। সরকার তার ব্যার্থতা ঘূচাতে চাল, ডাল, তেল ও গ্যাসের দাম বাড়িয়ে জনগনের উপর চাপ সৃষ্টি করেছে। এছাড়া তারা যদি টিসিবির মাধ্যমে জনগনের মধ্যে পণ্য সরবারহ করে তাহলেও জনগন একটু খেয়ে পড়ে বাচতে পারে।