বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১২:২২ অপরাহ্ন

শিরোনাম
বরিশালে সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ছাত্রলীগের সাবেক নেতা মামুন বিন সাত্তারের দাফন সম্পন্ন পিরোজপুরে জাতীয় সংবিধান দিবস পালিত পিরোজপুরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত পিরোজপুরে কমিউনিটি পুলিশিং ডে -২০২৩ উদযাপন পিরোজপুরে শেখ কামাল বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু পিরোজপুরে হরতালের প্রতিবাদে আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও মিছিল : জণগন মানছে না হরতাল বরিশাল বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত পিরোজপুরের জেলা প্রশাসক জাহেদুর রহমান প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি পিরোজপুরে চাঞ্চল্যকর তিন হত্যা মামলার রহস্য উদঘাটন : আসামীদের গ্রেফতার

পিরোজপুরে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় শিক্ত রামসগেট সিটি মেয়র রওশন আরা রহমান

হাসিবুল হাসান : লন্ডনের রামসগেট সিটি মেয়র রওশন আরা রহমান এবং তার স্বামী রেজাউর রহমান জামান ৫ দিনের সফরে পিরোজপুরে পৌছেছেন। বুধবার দুপুরে তারা হেলিকপ্টারযোগে পিরোজপুর জেলা স্টেডিয়ামে অবতরনের পরে পিরোজপুর পৌর মেয়র আলহাজ¦ হাবিবুর রহমান মালেক তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
এছাড়াও রাতে শহরের সিআই পাড়ার নিজ বাসায় যাপন শেষে ১০ মার্চ বিকালে পিরোজপুর পৌর মেয়রের উদ্যোগে নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন তারা। ১১ মার্চ সকালে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে পিরোজপুর ইয়ুথ সোসাইটির সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সি আই পাড়ার জামে মসজিদে জুমার নামাজ আদায় এবং ইন্দুরকানি প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন ও শিশুদের সঙ্গে সময় কাটাবেন এ দম্পতি।
মেয়র রওশন আরা  রহমানের স্বামী রেজাউর রহমান জামানের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়। ১২ মার্চ শনিবার দুপুরে পূর্ব ভান্ডারিয়ায় শ্বশুর বাড়িতে দোয়া মাহফিল শেষে বিকালে চরখালী স্বামী জামানের বাবার মামার বাড়িতে (জমাদ্দার বাড়ি) অংশগ্রহণ করবেন তারা। রামসগেট শহরের এই মেয়র দম্পতি পরদিন ১৩ মার্চ, রোববার হেলিকপ্টারযোগে মানিকগঞ্জের সিংগাইরে অবতরণ করবেন এবং দুপুরে বিশেষ দোয়া ও সংবর্ধনায় অংশ নেবেন তারা।

লন্ডনের রামসগেট শহরের মেয়র রওশন আরা রহমানের জন্ম মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা কাশিমপুর কাঁঠাল বাগান গ্রামে। তার বাবার নাম রজ্জব আলী। ১৯৬৭ সালে ১৩ বছর বয়সে তালেবপুর উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়েন। সে সময়ে প্রকৌশলী বাবার হাত ধরে যুক্তরাজ্যে পাড়ি জমান তিনি।

রওশন আরা রহমান লেখাপড়া শেষে যুক্তরাজ্যে হোটেল ব্যবসা শুরু করেন এবং লেবার পার্টির রাজনীতিতে যোগ দেন। এরপর রামসগেট শহরের কমিশনার নির্বাচিত হন। ২০১৭ সালে লেবার পার্টির ব্যানারে পার্লামেন্ট নির্বাচন করেন। সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হলেও ২০১৯ সালের ১৪ মে যুক্তরাজ্যের রামসগেট শহরের মেয়র নির্বাচিত হন তিনি।

উল্লেখ্য, মেয়র রওশন আরা রহমানের বাবা রজ্জব আলী খান ২০১৯ সালের মার্চে মারা যান। লন্ডন থেকে ৮ মার্চ মঙ্গলবার তিনি বাংলাদেশে এসেছেন।

পিরোজপুর।

শেয়ার করুন

© All rights reserved © 2017 gramersamaj.com
Design & Developed BY NCB IT