বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১২:২০ অপরাহ্ন
লন্ডনের রামসগেট সিটি মেয়র রওশন আরা রহমান বলেছেন, মানুষ তার যেকোনো সমস্যায় মেয়রকে কাছে পাবে এটাই প্রাপ্তি। এই সংবর্ধনার সময়টুকু বাংলাদেশ সফরে অন্যতম। পিরোজপুর আমার একটি ভালোলাগার জায়গা। আজকের এই সংবর্ধনাটি আমার কাছে শ্রেষ্ঠ মনে হয়েছে। কারণ এর আগে এত বড় সংবর্ধনা আমি পাইনি।
তিনি আরও বলেন, সবার কাছে একটাই অনুরোধ- যে যার অবস্থান থেকে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবেন। সবাই যদি সবার দিকে তাকাই তাহলে দেশের মানুষ না খেয়ে রাস্তায় পড়ে থাকবে না। আমরা রামসগেট ফিরে গিয়ে আপনাদের কথা বলব। আপনারা আমার শহরে বেড়াতে যাবেন। আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের মতো মানুষের জন্য কাজ করতে পারি।
বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে পিরোজপুর পৌরসভার আয়োজনে পৌরসভা মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে পিরোজপুর পৌর মেয়র আলহাজ হাবিবুর রহমান মালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা এম এন খালেদ রবি, গৌতম রায় চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রেজাউল ইসলাম শামিম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, সাদউল্লাহ লিটন, পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কাজী মুজিবুর রহমানসহ আরও অনেকে।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পিরোজপুর পৌরসভার সচিব বণি আমিন। এ সময় বীর মুক্তিযোদ্ধা, পৌরসভার কাউন্সিলর, রামসগেট মেয়রের পরিবারের অন্যান্য সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।