বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১০:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম
বরিশালে সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ছাত্রলীগের সাবেক নেতা মামুন বিন সাত্তারের দাফন সম্পন্ন পিরোজপুরে জাতীয় সংবিধান দিবস পালিত পিরোজপুরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত পিরোজপুরে কমিউনিটি পুলিশিং ডে -২০২৩ উদযাপন পিরোজপুরে শেখ কামাল বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু পিরোজপুরে হরতালের প্রতিবাদে আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও মিছিল : জণগন মানছে না হরতাল বরিশাল বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত পিরোজপুরের জেলা প্রশাসক জাহেদুর রহমান প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি পিরোজপুরে চাঞ্চল্যকর তিন হত্যা মামলার রহস্য উদঘাটন : আসামীদের গ্রেফতার

প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি

গত ১২ মার্চ-২০২২ রোজ শনিবার দৈনিক “নয়া শতাব্দী” পত্রিকায় ৫ম পাতায় “ঘুষ না দেওয়ায় অন্ধকারে পাঁচ পরিবার” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে। সংবাদে প্রকাশিত তথ্য সমূহ একপক্ষের বক্তব্য নিয়ে একটি মিথ্যা ও কাল্পনিক গল্প সাজিয়ে প্রকাশ করা হয়েছে। প্রকৃতপক্ষে যে বিষয়গুলো অভিযোগ করে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমরা উক্ত প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

প্রকৃতপক্ষে গত ১৭/০২/২০২২ ইং তারিখ সময়-১০:০০ ঘটিকায় অত্র দপ্তরের কারিগারী দল পিরোজপুর সদর থানার পুলিশসহ জনাব এস এম রেজাউর রহমান ঝন্টু, শেখপাড়া, পিরোজপুরের স্থাপনায় অভিযান পরিচালনার সময় দেখা যায় যে, উক্ত ব্যাক্তির ব্যাটারী চালিত ইজিবাইক চার্জার ও আবাসিক স্থাপনায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করছেন। তাৎক্ষনিক সংযোগ গুলি বিচ্ছিন্ন করা হয়। পরবর্তীতে বিদ্যুৎ আদালত, বরিশালে মামলা দায়ের করা হয়। যার প্রেক্ষিতে পিরোজপুর বিদ্যুৎ সরবরাহের কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহিন সংবাদ প্রচার করে। এই সংবাদ প্রচারের ফলে পিরোজপুর বিদ্যুৎ সরবরাহ দপ্তরসহ কর্মকর্তা ও কর্মচারীর সুনাম ক্ষুন্ন ও মানহানি ঘটেছে।

পিরোজপুর বিদ্যুৎ সরবরাহ দপ্তরসহ কর্মকর্তা ও কর্মচারীর মানহানি ও সুনাম ক্ষুন্ন হওয়ায় দৈনিক “ নয়া শতাব্দী” পত্রিকায় ৫ম পাতায় “ঘুষ না দেওয়ায় অন্ধকারে পাঁচ পরিবার” শিরোনামে প্রকাশিত সংবাদটির তিব্র প্রতিবাদ জানাচ্ছি।

-নির্বাহী প্রকৌশলী
পিরোজপুর বিদ্যুৎ সরবরাহ,
ওজোপাডিকো, পিরোজপুর।

শেয়ার করুন

© All rights reserved © 2017 gramersamaj.com
Design & Developed BY NCB IT