মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৭ পূর্বাহ্ন
সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী ও দুই যুগে প্রবেশ পিরোজপুরে নানা আয়োজনে পালিত হয়েছে। পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে মঙ্গলবার সকালে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা আজাদ হোসেন পিপিএম সেবা, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা উদীচীর সাধারন সম্পাদক খালিদ আবু।
প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি এস এম তানভীর আহমেদের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গৌতম রায় চৌধুরী, মুনিরুজ্জামান নাসিম আলী, এম. এ. রব্বানী ফিরোজ, জিয়াউল আহসান জিয়া, একে আজাদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম পারভেজ, ফসিউল ইসলাম বাচ্চু, দৈনিক জনগনের সম্পাদক মাইনুল আহসান মুন্না প্রমূখ।