বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:৪৭ অপরাহ্ন

পিরোজপুরে পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

পিরোজপুর সদর উপজেলায় পুকুর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। মৃত গৃহবধূ প্রিয়াঙ্কা দাস (২৪) পিরোজপুর পৌরসভার ৪ নং ওর্য়াডের রাজারহাট এলাকার লিটন সাহার স্ত্রী।
বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত ১১ টার দিকে পিরোজপুর পৌরসভার ৪ নং ওর্য়াডের রাজারহাট একালার নুরু খানের পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয় বলে জানান পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম সিকদার।
পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম সিকদার জানান, আজ সন্ধ্যায় ঘর থেকে প্রিয়াঙ্কা বের হয়ে আর ঘরে না ফিরলে পরিবারের সদস্যরা তাকে খোঁজা-খুঁজি করে। পরে ঘরের পাশ্ববর্তী নুরু খানের পুকুর পাড়ে গৃহবধূ প্রিয়াঙ্কার পায়ের জুতা দেখে পুলিশ ও দমকল বাহিনীকে ফোন দেয় স্থানীয়রা। খবর পেয়ে দমকল বাহিনীর লোকজন পুকুরে নেমে প্রিয়াঙ্কাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার সৈয়দ মো: রফিকুল ইসলাম জানান, তারা খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পুকুর দিয়ে গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার গৃহবধূকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর জেলা হাসপাতালে কতর্ব্যরত চিকিৎসক ডা. শান্ত হাওলাদার জানান, গৃহবধূকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। প্রথমিক ভাবে মনে হচ্ছে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে তবে ময়নাতদন্তের পরে বিস্তারিত জানানো যাবে।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জা. মো: মাসুদুজামান জানান, পুলিশ লাশ উদ্ধার করেরে। তবে ঘটনার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

শেয়ার করুন

© All rights reserved © 2017 gramersamaj.com
Design & Developed BY NCB IT