বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১১:৪৩ পূর্বাহ্ন
পিরোজপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বিকালে জেলা আওয়ামীলীগের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি ও পিরোজপুর ১ আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ. কে. এম. এ. আউয়াল এর সভাপতিত্বে বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল হাকিম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান খালেক, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, মহিউদ্দিন মহারাজ, এ্যাড. মোস্তফা কামাল, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি লায়লা পারভীন, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এ্যাড. খান মো: আলাউদ্দিন, স্বরূপকাঠী পৌর মেয়র জি. এম. কবির, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জেল হোসেন মল্লিক,
সাধারণ সম্পাদক রেজাউল করিম শিকদার মন্টু, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাদউল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আক্তারুজ্জামান মানিক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, সাধারণ সম্পাদক সুমন সিকদার, সদর উপজেলা যুবলীগের সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব, সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ রানা, জেলা ছাত্রলীগের সাবক সভাপতি ইরতিজা হাসান রাজু, পৌর ছাত্রলীগের সভাপতি আসিফ ইকবালসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ।
বক্তরা তাদের বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু ছিল বলেই আমরা আজ স্বাধীনতা পেয়েছি। স্বাধীন একটি ভূখন্ডের মালিক। স্বাধীন ভাবে মাতৃভাষা বাংলায় কথা বলতে পারছেন। বঙ্গবন্ধু সেদিন একটি সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তি তা সফল হতে দেয়নি। তার অসম্পূর্ণ কাজ আজ তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন। আওয়ামীলীগ আজ তার নেতৃত্বে সুসংগঠিত। আওয়ামীলীগকে আরো একাতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি ভালো থাকলে আমরাও ভালো থাকবো।
পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পিরোজপুর পৌর কবরস্থান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো: মিজানুর রহমান।