মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩১ পূর্বাহ্ন
“বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার, সকল শিশুর সমান অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে স্কুল ব্যাংকিং প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খোলা ও শুভেচ্ছা উপহার বিতরণ বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রূপালী ব্যাংক লিমিটেড হুলারহাট শাখার আয়োজনে হুলারহাট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে এই ব্যাংক হিসাব খোলা ও শুভেচ্ছা উপহার বিতরণ বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন রূপালী ব্যাংক লিমিটেড বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান মোঃ ইকবাল হোসেন খাঁ।
রূপালী ব্যাংক লিমিটেড হুলারহাট শাখার ম্যানেজার মোঃ মিজানুর রহমান সুমন এ সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোঃ নাজমুল হুদা, জোনাল ম্যানেজার বিপুল কৃষ্ণ সন্নমত, পিরোজপুর কর্পোরেট শাখার শাখা প্রধান মোঃ হারুন অর রশিদ, পিরোজপুর পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মুহা. নজরুল ইসলাম শিকদার, হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনিরা আক্তার এ্যানী।
অনুষ্ঠানে রূপালী ব্যাংক লিমিটেড হুলারহাট শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। এসময় হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থীদের “স্কুল ব্যাংকিং” ব্যাংক হিসাব খোলা হয়। উল্লেখ্য, স্কুল-কলেজের ছাত্র ছাত্রীদেরকে সঞ্চয়ী প্রবনতা বৃদ্ধি ও ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে পরিপূর্ণ ধারনা প্রদানের লক্ষ্যে রূপালী ব্যাংক লিমিটেড সারা বাংলাদেশে জাতীয় শিশু দিবসকে সামনে রেখে এই বিশেষ প্রোগ্রামের আয়োজন করেছে।