বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:১০ অপরাহ্ন

পিরোজপুরে বঙ্গবন্ধুর ছোট বোন আমেনা বেগমের মৃত্যুবার্ষিকীতে কুরআন খতম ও দোয়া মোনাজাত

পিরোজপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফু ও আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির মা আমেনা বেগমের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ উপলক্ষ্যে পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ¦ এ কে এম এ আউয়ালের আয়োজনে পিরোজপুর জেলা আওয়ামীলীগ কার্যালয় মিলনায়তনে কুরআন খতম, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ¦ এ কে এম এ আউয়াল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহমেদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফজ্জল হোসেন মল্লিক স্বপন, সাধারণ সম্পদক রেজাউল করিম সিকদার মন্টু, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাদউল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ সহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফু ও আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির মা আমেনা বেগমের রুহের মাগরিফত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন পিরোজপুর কবরস্থান জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো: মিজানুর রহমান ।

 

শেয়ার করুন

© All rights reserved © 2017 gramersamaj.com
Design & Developed BY NCB IT