বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১১:২২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পিরোজপুরে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পিরোজপুর সদর উপজেলার পুলিশ লাইন্স বিদ্যালয় মাঠে কুমারখালী-রায়েরকাঠী স্পোর্র্র্টেং ক্লাবের আয়োজনে এ ১৬ দলীয় টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠিানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ মো: হাবিবুর রহমান মালেক। এছাড়াও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কুমারখালী-রায়েরকাঠী স্পোর্র্র্টেং ক্লাবের সভাপতি জাহিদ খানের সভাপতিত্বে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গৌতম নারায়ন রায় চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য গৌহর রায় চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুমন সিকদার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আজমুল হুদা নিঝুম সহ স্থানীয় নেতৃবৃন্দ। ফাইনাল খেলায় টিম ফেরেন্স কে হারিয়ে ব্যাচ-১৮ চ্যাম্পিয়ন হয়।