বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:৫১ অপরাহ্ন
পিরোজপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদার ব্যাক্তিদের মাঝে ইফতার বিতরণ করেছে দৈনিক গ্রামের সমাজ। শুক্রবার বিকালে শহরের জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে দৈনিক গ্রামের সমাজের সম্পাদক ও প্রকাশক আলহাজ¦ মসিউর রহমান মহারাজ এর পক্ষ থেকে এ ইফতার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে পিরোজপুর পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাদউল্লাহ লিটন, এ্যাডভোকেট মানস কুমার বৈরাগী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানাউল্লাহ সানা, দৈনিক গ্রামের সমাজ পত্রিকার বার্তা সম্পাদক হাসিবুল ইসলাম হাসান, জেলা অনলাইন জার্নালিষ্ট এসেসিয়েশনের সাধারণ সম্পাদক তামিম সরদার, সাপ্তাহিক বলেশ^রের নির্বাহী সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন, দৈনিক গ্রামের সমাজ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মো: আবীর হাসানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এসময় অর্ধশত রোজাদার ব্যাক্তিদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।