বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:৫১ অপরাহ্ন
পিরোজপুরে যুব উন্নয়নের রাজস্ব খাতের আওতায় সাত দিন মেয়াদী মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে স্বপ্নজয়ী নারী উদ্যোক্তা যুব সংগঠনের অংশগ্রহনে সংগঠনের নিজস্ব অস্থায়ী কার্যালয়ে এ প্রশিক্ষনের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষনের উদ্বোধন করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক অশোক কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল খায়ের। প্রশিক্ষনে স্বপ্নজয়ী নারী উদ্যোক্তা যুব সংগঠনের ৩০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহন করে।
পরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক অশোক কুমার সাহা স্বপ্নজয়ী নারী উদ্যোক্তা যুব সংগঠনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।