বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজান উপলক্ষে দু:স্থ ও অসহায় ব্যাক্তিদের মাঝে ইফতার বিতরণ করেছে পিরোজপুর সদর উপজেলা যুবলীগ। মঙ্গলবার আসরবাদ শহরের জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে শতাধিক দুস্থ ও অসহায় ব্যাক্তিদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এ সময় ইফতার বিতরণ করেন পিরোজপুর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক পিন্টু, পিরোজপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি কে. এম. মোস্তাফিজুর রহমান বিপ্লব, সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ রানাসহ পিরোজপুর সদর উপজেলার যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরোজপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি কে. এম. মোস্তাফিজুর রহমান বিপ্লব বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল এর নির্দেশে আমাদের এ ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করছি।