বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:২০ অপরাহ্ন

পিরোজপুর প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার : পিরোজপুর প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের রোজ গার্ডেন রেস্তোরায় এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্ব আলোচনা অনুষ্ঠানে পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর আহমেদের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, এনএসআই যুগ্ম পরিচালক আবদুল কাদের, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ, সদর থানার ওসি আ. জ. মো: মাসুদুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. খান মো: আলাউদ্দিন, পিরোজপুর মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপী, জেলা ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব সহ আমন্ত্রীত অতিথিবৃন্দ এবং পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। পরে ইফতার পূর্ব দোয়া মোনাজান পরিচালনা করেন পিরোজপুর পুরাতন ঈদগাহ মসজিদের পেশ ইমাম মাওলানা আনিসুর রহমান।

শেয়ার করুন

© All rights reserved © 2017 gramersamaj.com
Design & Developed BY NCB IT