গ্রামের সমাজ ডেস্ক
- ২১ এপ্রিল, ২০২২ / ২০৬ জন দেখেছেন
মাদকের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে পিরোজপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সন্ধ্যায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয়ের আয়োজনে এ মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম তানভীর আহমেদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল কাদের। এসময় আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ রব্বানী ফিরোজ, সাবেক আহবায়ক জিয়াউল আহসান, সাবেক সহ-সভাপতি খালিদ আবু, কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম হাসান। ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপ-পরিদর্শক মোঃ জামাল হোসেন, হিসাবরক্ষক শীর মোহাম্মদ, সহকারী প্রসিকিউটর তারেকুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট-ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকমী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অন্যান্যরা উপস্থিত ছিলেন।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এলজিইডি জামে মসজিদের ইমাম মোঃ জাকির হোসেন।