বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০২:১০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পিরোজপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদার ব্যাক্তিদের মাঝে ইফতার বিতরণ করেছে দৈনিক গ্রামের সমাজ। শুক্রবার বিকালে শহরের জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে দৈনিক গ্রামের সমাজের সম্পাদক ও প্রকাশক আলহাজ¦ মসিউর রহমান মহারাজ এর পক্ষ থেকে এ ইফতার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে পিরোজপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরন, দৈনিক গ্রামের সমাজ পত্রিকার বার্তা সম্পাদক হাসিবুল ইসলাম হাসান, জেলা অনলাইন জার্নালিষ্ট এসেসিয়েশনের সাধারণ সম্পাদক তামিম সরদার, সাপ্তাহিক বলেশ^রের নির্বাহী সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন, দৈনিক গ্রামের সমাজ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মো: আবীর হাসানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এসময় অর্ধশত রোজাদার ব্যাক্তিদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।