গ্রামের সমাজ ডেস্ক
- ৩০ এপ্রিল, ২০২২ / ১২৮ জন দেখেছেন
পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল করেছে পিরোজপুর সদর উপজেলার ৬নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন আওয়ামীলীগ। শুক্রবার সন্ধ্যায় শারিকতলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ৭নং শংকরপাশা ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন।
৬নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: কাবুল আলী সেখ এর সভাপতিত্বে ও ৬নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৬নং শারিকতলা ডুমরিতলা ইউপি চেয়ারম্যান মো: আজমীর হোসেন মাঝির সঞ্চালনায় বক্তব্য রাখেন ৬নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, ৬নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন আওয়ামীলীগের অন্যান্য সদস্যবৃন্দ। এর আগে ২ শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করে ৬নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন আওয়ামীলীগ।