বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:১১ অপরাহ্ন
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও তার সহধর্মীনি এ্যাড. নাহিদা সুলতানা যুথী করোনা আক্রান্ত হওয়ায় তাদের আশু রোগমুক্তি কামনায় পিরোজপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ১নং কেন্দ্রীয় সদস্য আলহাজ¦ মসিউর রহমান মহারাজের আয়োজনে হুলারহাট দারুস শরীয়ত এতিমখানা হেফজখানা ও লিল্লাহ বোর্ডিং মিলনায়তনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে পিরোজপুর পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাদউল্লাহ লিটন, জেলা অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: তামিম সরদার, দৈনিক গ্রামের সমাজ পত্রিকার বার্তা সম্পাদক হাসিবুল ইসলাম হাসান, সাপ্তাহিক বলেশ^রের নির্বাহী সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন, দৈনিক গ্রামের সমাজ পত্রিকার মফস্বল সম্পাদক মো: আবীর হাসানসহ হুলারহাট দারুস শরীয়ত এতিমখানা হেফজখানা ও লিল্লাহ বোর্ডিং এর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাতে দেশ ও জাতির কল্যান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও তার সহধর্মীনি এ্যাড. নাহিদা সুলতানা যুথী করোনা আক্রান্ত হওয়ায় তাদের আশু রোগমুক্তি কামনাসহ নানা দোয়া করা হয়।