মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের সাথে বৃক্ষ রোপন করেছেন পিরোজপুরের জেলা প্রশাসক পিরোজপুরে কোটা আন্দোলনকারীদের হামলায় নিহত স্বেচ্ছাসেবকলীগের নেতাদের নিহতের জন্য দোয়া মোনাজাত পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন খেটে খাওয়া দিনমজুর ও অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পিরোজপুর জেলা আওয়ামীলীগ কোটা আন্দোলনকারীদের হামলায় ছাত্রলীগের নেতা সাবাত আহত পিরোজপুরে রূপালী ব্যাংকের গ্রাহক সচেতনতা সপ্তাহ পালন আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে যুবলীগের আয়োজনে বৃক্ষ রোপন ও খাদ্য বিতরণ ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য কমিউনিটি পরিচালিত খাদ্য সহায়তা কর্মসূচী’র উদ্বোধন তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে পিরোজপুরে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ পিরোজপুরে মহান মে দিবস পালিত

ভান্ডারিয়ায় ধর্ষনে মাদ্রাসা ছাত্রী অন্ত:সত্ত্বা : ধর্ষক গ্রেপ্তার

পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা পরিষদের অফিস সহকারী সুমন শরীফের বিরুদ্ধে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার পুলিশ অভিযুক্ত সুমন শরীফ কে গ্রেপ্তার করেছে বলে জানান ভান্ডারিয়া থানার ওসি মাসুমুর রহমান বিশ^াস। গ্রেপ্তারকৃত সুমন শরীফ (৩৪) জেলার ভান্ডারিয়া পৌর শহরের কলেজ মোড় এলাকার আ:বারেক শরীফের ছেলে এবং দুই সন্তানের জনক। অন্ত:সত্ত্বা ওই মাদরাসা ছাত্রী স্থানীয় ভা-ারিয়া আল গাজ্জালি কামিল মাদ্রাসার আলিম ২ বর্ষের ছাত্রী।
মাদ্রাসা ছাত্রীর মা জানান, ভান্ডারিয়া উপজেলা পরিষদের অফিস সহকারী সুমন শরীফ গত ১৮ ডিসেম্বর ওই মাদরাসা ছাত্রীকে বিনামূল্যে হাতে কলমে কম্পিউটার প্রশিক্ষণের কথা বলে তার অফিসে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পরে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার কানুদাসকাঠী গ্রামে তার বন্ধু মনির খলিফার ফাঁকা বাড়ীতে নিয়ে একাধীকবার ধর্ষণ করে। এতে ওই মাদ্রাসা ছাত্রী অন্তসত্ত্বা হয়ে পড়ে।
ওই মাদ্রাসা ছাত্রীর মা আরো জানান, তার মেয়ের শারীরিক পরিবর্তন এবং খাবার দাবারে অনিহা দেখে বিষয়টি পরিবারের সকলের কাছে ধরা পরে। তাই তাকে গত ২৭ এপ্রিল ডাক্তারের কাছে নিয়ে গেলে বিভিন্ন পরীক্ষা শেষে চিকিৎসক তাকে ৪ মাস ১৪ দিনের অন্ত:সত্ত্ব বলে জানান।
ভা-ারিয়া উপজেলা নির্বাহী অফিসার সীমা রাণী ধর জানান, উপজেলা পরিষদের অফিস সহকারী সুমনের বিরুদ্ধে যেহেতু মামলা হয়েছে সেহেতু এমনিতেই সে সাময়িক বরখাস্ত হবে এবং মামলার কপি হাতে পাওয়ার পরে আমাদের নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ভান্ডারিয়া থানার ওসি মাসুমুর রহমান বিশ^াস জানান এ ঘটনায় ওই মাদরাসা ছাত্রীর মা বাদী হয়ে ভা-ারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। এ মামলার প্রধান আসামী মো. সুমন শরীফকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ভিকটিম (মেয়েটি) কে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

© All rights reserved © 2017 gramersamaj.com
Design & Developed BY NCB IT