মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩২ পূর্বাহ্ন
পিরোজপুরের নিজ বাসা থেকে ভয়েন অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধি আমির খসরু’র মা সেতারা হালিমের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের লোকজনের অভিযোগ রাতে শ^াসরোধ করে সেতারা হালিমকে হত্যা করে লাশ ঘরের মেঝেতে ফেলে রাখা হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় পিরোজপুরের সিআইপাড়া এলাকার নিজ বাস ভবন থেকে তার লাশ উদ্ধার করা হয় ।
নিহত সেতারা হালিম (৭৪) পিরোজপুর পৌরসভার সিআই পাড়া এলাকার মৃত প্রফেসর আব্দুর হালিম হাওলাদারের স্ত্রী।
সেতারা হালিমের মেয়ে সালমা আরজু জানান, শহরের সিআইপাড়া এলাকার তাদের নিজেদের বাসভাসের ২য় তলায় তার মা একা থাকতো। গতকাল রোববার রাতে সর্বশেষ তার মায়ের সাথে কথা হয়। আজ সকালে তাদের বাসায় রং করার জন্য আব্দুল কুদ্দুস নামের একজন তাদের বাসায় এসে দরজায় ডাকাকাকি করলেও তার মা দড়জা না খুললে সে বাসার নিচের তলায় ভাড়াটিয়ার কাছে বিষয়টি জানান। পরে অনেক সময় অতিবাহিত হলেও দড়জা না খুললে ভাড়াটিয়া ও রং মিন্ত্রী পিছনের দড়জা দিয়ে ডাকতে গেলে তারা দেখতে পায় পিছনের দড়জা খোলা আছে। তখন তারা বাসায় ভিতরে ডুকে দেখতে পায় তার মা সেতারা হালিম মেঝেতে পড়ে আছেন । এ সময় তাদের বাসার ভাড়াটিয়া তাকে বিষয়টি ফোন দিয়ে জানালে তিনি ও তার স্বামী বাসায় এসে তার মা ঘরের মেঝেতে পড়ে আছে এবং তার গলায় আঘাতের চিহ্ন আছে এবং ঘরের আলমাড়ি ও আসবারপত্র এলোমেলো ভাবে পড়ে আছে দেখতে পান। এ সময় তারা পুলিশ কে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. স্বগত হালদার জানান, মৃত অবস্থায় সেতারা হালিম নামে এক বয়স্ক নারীকে হাসপাতালে আনা হয়েছিলো। তার গলায় আঘাতের চিহ্ন আছে।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান জানান, সকালে খবর পেয়ে পুলিশ সেতারা হালিমের লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শ^াসরোধ করে রাতে তাকে হত্যা করে ঘরের ভিতরে ফেলে রাখা হয়েছিলো। এ বিষয়ে পুলিশ তদন্ত করে দেখছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।