পিরোজপুর শহরের একটি বসত বাড়িতে অগ্নিকান্ডে ভুস্মিভূত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে পিরোজপুর শহরের মাছিমপুর সড়কে (এলজিআরডি) এর পিছনে বিকাশ মন্ডলের বাড়িতে এ অগ্সিকান্ডের ঘটনা ঘটে। পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা প্রায় ঘন্টাখানিক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ সময় বসত বাড়িদে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
বাড়িটিতে বসবাস করা ড্রাগ ইন্টারন্যাশনালের এস আর কমল চন্দ্র জানান, বেলা সাড়ে ১১ টার দিকে ঘরের ভিতরের বৈদ্যুতিক লাইলে অগ্নিকান্ডে সুত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসকে ফোন দিলে তারা এসে আগুন নিভানোর চেষ্টা করে। তকে এ সময় ঘরে থাকা ড্রাগ ইন্টারন্যাশনালের প্রায় লক্ষাধিক টাকার ওষুধ পুড়ে যায় এবং বসত বাড়ি সহ বাসার ভিতরের সকল আসবারপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি সাধান হয়।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার মোঃ আবুবকর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাখানেক চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের উৎপত্তি হয়েছে । তবে তদন্ত চলছে তদন্ত শেষে এ বিষয়ে বিস্তরিত বলা যাবে।