শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৩:২৭ পূর্বাহ্ন

শিরোনাম
পিরোজপুরে ভূয়া দরখাস্ত দিয়ে হয়রানির অভিযোগে এক শিক্ষকে সংবাদিক সম্মেলন “স্মার্ট পিরোজপুর ” বিনির্মাণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী পিরোজপুরে শহীদ ফয়জুর রহমান আহমেদের ৫২ তম শাহাদাৎ বার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর নিদের্শে অসহায় কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিল পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ পিরোজপুরে মহান মে দিবস পালিত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫৬ জন পেলো প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিলের চেক দুর্নীতি অভিযোগ ও “বাংলাদেশ জিন্দাবাদ” শ্লোগানকে কেন্দ্র করে পিরোজপুর বাস মালিক সমিতির সাধারণ সভা পন্ড পিরোজপুরে শিশু শ্রম পরিবীক্ষণ কমিটির সভা

গুনি ও প্রবীন সাংবাদিক হিসেবে বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড -২০২১’ পাওয়ায় সাংবাদিক মাহামুদ হোসেনকে পিরোজপুর প্রেসক্লাবের সংবর্ধনা

 পিরোজপুরে সাংবাদিক মাহমুদ হোসেন ‘গুনি ও প্রবীন সাংবাদিক হিসেবে বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড -২০২১’ পাওয়ায় পিরোজপুর প্রেসক্লাব এর পক্ষ থেকে সংবর্ধণা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের আয়োজনে এ সংবর্ধণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি এডভোকেট রেজাউল ইসলাম শামিম। সংবর্ধনা অনুষ্ঠানের প্রথমেই পিরোজপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় বসুন্ধরা গ্রুপকে। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পিরোজপুর প্রেসক্লাবের পক্ষ থেকে মাহামুদ হোসেনকে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদের সঞ্চালনায় সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন এর দীর্ঘ পঞ্চাশ বছরের সাংবাদিকতা জীবনের কর্মময় দিকগুলো তুলে ধরেন, সাবেক সভাপতি মুনিরুজ্জামান নাসিম, আলমগীর হোসেন, সাবেক আহবায়ক জিয়াউল আহসান, সাবেক সাধারণ সম্পাদক এস এম পারভেজ, সাংবাদিক খালিদ আবু,ওয়াহিদ হাসান বাবু, ইমাম হোসেন মাসুদ, হাসান মামুন, জিয়াউল হক, শফিকুল আজম, হাবিবুর রহমান,তামিম সরদার,রেজওয়ান ইসলাম সাজন  প্রমুখ।
এ সময় মাহমুদ হোসেন তার সাংবাদিকতার জীবনে স্বীকৃতি পাওয়ায় বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বসুন্ধরা গ্রুপের এই প্রয়াস সাংবাদিকদের আগামী দিনে কাজের ক্ষেত্রে আরও বলিষ্ট ভুমিকা রাখবে।

শেয়ার করুন

© All rights reserved © 2017 gramersamaj.com
Design & Developed BY NCB IT