শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫১ অপরাহ্ন
পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ. কে. এম. আউয়াল বলেছেন, শেখ হাসিনা মানেই আওয়ামীলীগ আর আওয়ামীলীগ মানেই জনগণ। শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করেছেন। দেশের স্বাধীনতা নিয়ে তিনি হায়নাদের সাথে আপোষ করেননি।
তিনি আরো বলেন, আজ থেকে ৭৩ বছর আগে প্রথম আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল। সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার জন্য বঙ্গবন্ধু মুসলিম শব্দ বাদদিয়ে আওয়ামীলীগ গঠন করেছেন। বঙ্গবন্ধু বলেছিলেন আমার রক্ত দিয়ে হলেও জাতির ঝৃণ পরিশোধ করবো। তাইতো তিনি শেষ পর্যন্ত বুকের রক্ত দিয়ে তিনি তা প্রমান করে গেলেন।
বৃহষ্পতিবার বিকালে পিরোজপুরে টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেক, সহ-সভাপতি দ্বীলিপ কুমার সাধু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবুর রহমান খালেক, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, এ্যাড মোস্তফা কামাল, প্রচার সম্পাদক এ্যাড. খান মোঃ আলাউদ্দিন, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ, জেলা আওয়ামীলীগের সদস্য তৌহিদুল ইসলাম হিরু, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাদউল্লাহ লিটন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, জেলা শ্রমিকলীগের শ্রমিক লীগের সভাপতি মজনু তালুকদার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: হান্নান শেখ, পৌর ছাত্রলীগের সভাপতি আসিফ ইকবাল প্রমুখ । সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ। এর আগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ, ও সভার পূর্বে র্যালী অনুষ্ঠিত হয়।