মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : সারাদেশের এক শ্রেণীর অসাধু দালাল চক্রের নিকট জিম্মি হয়ে পড়েছেন দেশের ইলেক্ট্রনিক্স পণ্য ব্যবসায়ীরা। এই দালালচক্র দেশের বিভিন্ন প্রান্তে বিধি বহির্ভূতভাবে পণ্য বিক্রয় করে থাকে। নির্দিষ্ট মার্কেটের বাইরে গিয়ে পণ্য বিক্রয় করায় সেই মার্কেটের ব্যবসায়ীরা মুনাফা হারাচ্ছেন এবং মার্কেটে তাদের মূলধন আটকে যাওয়ার ফলে তারা আজ নি:শ^ হাওয়ার পথে। পরিবার-পরিজন নিয়ে বাঁচাই আজ দু:ষ্কর হয়ে পরেছে। পাশাপাশি কোম্পানিরও সুনাম ক্ষুন্ন হচ্ছে। কোম্পানি এই সব দালালদের আইনী প্রক্রিয়ার মাধ্যেমে রুখে দেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে। এ অবস্থায় গত ২৪ জুন (শুক্রবার) ২০২২ তারিখ এক দালাল চক্রের সদস্য অধিক ছাড়ে পন্য বিক্রয় করতে গিয়ে পিরোজপুর জেলা ইলেক্ট্রনিক্স মালিক সমিতির নিকট ধরা পরে এবং পালাতে গিয়ে স্থানীয় জনগণের হাতে গণধোলায়ের শিকার হয়।
দালালদের একজনের পরিচয় চন্দন অধিকারী বলে জানাযায়। সে বাগেরহাট জেলার দিগরাজ বাজার এলাকার চন্দন ইলেক্ট্রনিক্স এর মালিক। এ চক্রটি দীর্ঘদিন যাবত অবৈধ ভাবে বিভিন্ন বাজারের ইলেক্ট্রনিক্স শো-রুমে পন্য সরবরাহ করে আসছিলো। কোম্পানি কর্তৃক তাদের অবৈধ ঘোষিত হওয়ার পরও তারা এ ধরনের কর্মকান্ড পরিচালনা করে আসছিলো। যা মার্কেটে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে।
যার কারণে উক্ত এলাকার ইলেক্ট্রনিক্স ব্যবসায়ীরা দালল চক্রটি আটক করে পুলিশে সোপর্দ করে। পরবর্তীতে থানায় পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে এ ধরণের অবৈধ ব্যবসা ভবিষ্যতে না করার শর্তে মুচলেকা নিয়ে থানা থেকে অব্যাহতি পায়।