মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৩ পূর্বাহ্ন
সাভারে প্রভাষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা ও নড়াইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ^াসকে লাঞ্চিত করে শিক্ষক সমাজকে অপমান প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবীতে পিরোজপুরে মানববন্ধ করেছে বাংলাদেশ কলেজ বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) পিরোজপুর জেলা শাখার নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের সিও অফিস বঙ্গবন্ধু চত্তরে মানবন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) জেলা সভাপতি অধ্যাপক ইকতিয়ার হোসেন পান্না, সাবেক আধ্যক্ষ ইশ^র চন্দ্র দাস, নাজিরপুর বাকবিশিস এর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মিরাজুর রহমান, মঠবাড়িয়া বাকবিশিস এর সাধারণ সম্পাদক অধ্যাপক মো: মোতালেব হোসেন, ভান্ডারিয়া বাকবিশিস এর সাধারণ সম্পাদক অধ্যাপক হালিম হাওলাদার ।
ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তরা বলেন, সাভারে প্রভাষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা ও নড়াইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ^াসকে লাঞ্চিত করে শিক্ষক সমাজকে অপমান করা হয়েছে। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবী জানান বাংলাদেশ কলেজ বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) পিরোজপুর জেলা শাখার নেতৃবৃন্দ।