বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:৫১ অপরাহ্ন
পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাটি ইউনিয়নের মোল্লা বাড়ি সংলগ্ন পাঙ্গাসিয়া খালের উপর বাঁশের তৈরি সাঁকোটি উজানের জোয়ারের স্রােতে ভেঙ্গে যাওয়ায় কয়েক গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে করে দুই পাড়ের লোকজন সহ স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের যাতায়াতে বিপাকে পড়েছে।
এলাকাবাসী জানান, গ্রামবাসীর উদ্যোগে দীর্ঘদিন বাঁশ দিয়ে তৈরি এই সাঁকোটি দিয়ে প্রতিদিন শতশত লোক চলাফেরা করে আসছে। গত কয়েকদিনের পানির স্রােতের কারণে সেতুর উত্তর পাড়ের একাংশ ভেঙ্গে খালে ভেসে যায়। বর্তমানে খালে অনেক স্রােত থাকায় ভেঙে যাওয়া সাঁকোটি মেরামতের জন্য সরকারিভাবে সাহায্য ছাড়া সম্ভব নয়।
স্থানীয় ওষুধ ব্যবসায়ী রফিকুল ইসলাম গ্রামের সমাজকে জানান, এই সাঁকোটি দিয়ে ইউনিয়ন পরিষদ, প্রাইমারি স্কুল, হাইস্কুল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই সেতু পার হয় যেতে হয়। বর্তমানে অনেক দূরে ঘুরে অথবা কোন আগত নৌকায় চড়ে খাল পারাপার হতে হয়। বর্তমানে আমাদের দুর্ভোগের শেষ নেই।
স্থানীয় গ্রামবাসীর সরকারের কাছে দাবি খালের ওই স্থানে একটি পাকা সেতু তৈরি করে যেন দেওয়া হয়।
এ ব্যাপারে শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার গ্রামের সমাজকে জানান, শিগগিরই সেতুটি মেরামত করা হবে। এবং এই খালে একটি পাকা সেতু করার জন্য পরিকল্পনা আছে। বরাদ্দ পেলে শিগগিরি কাজ শুরু করা হবে।