মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৪ পূর্বাহ্ন
পিরোজপুরের নাজিরপুরে ফুটবলের আঘাতে সজীব ডাকুয়া নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার (১৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের গোদারা গ্রামে। নিহত সজীব ডাকুয়া (১৮) ওই গ্রামের বিমল ডাকুয়ার ছেলে ও স্থানীয় দীঘিরজান কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বিকালে ওই কলেজ ছাত্র তার বন্ধুদের সাথে স্থানীয় একটি মাঠে ফুলবল খেলছিলো। এ সময় তার বুকে বলে আঘাত প্রাপ্ত হয়। এতে সে অসুস্থতা অনুভব করলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সংযুক্তা সাহা গ্রামের সমাজকে জানান, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।