মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫১ পূর্বাহ্ন
হাসিবুল হাসান :
পিরোজপুরে এহসান গ্রুপের কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় দায়ের হওয়া ৪টি মামলার অন্যতম আসামী হাফিজুর রহমান ওরফে কুয়াকাটা হুজুর ওরফে হেলিকপ্টার হুজুর পিরোজপুরের একটি আদালতে জামিন আবেদন করেন। মামলায় উচ্চ আদালত থেকে পাওয়া ৬ সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ার পর আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে বিচারক সাদেকুর রহমান আগামী ২৪ জুলাই জামিন শুনানীর দিন ধার্য করেন। সারাদেশে হেলিকপ্টারযোগে মাহফিলে অংশ নেওয়ায় বিশেষ পরিচিতি আছে এই ইসলামী বক্তার। সারাদেশে মানুষের কাছে তিনি কুয়াকাটা হুজুর নামে পরিচিত।
পিরোজপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) খান মোঃ আলাউদ্দিন জানান, ৪টি মামলায় উচ্চ আদালত থেকে পাওয়া ৬ সপ্তাহের আগাম জামিনের মেয়াদ ২১ জুলাই শেষ হবে। তাই আদালত ২৪ জুলাই তার জামিন শুনানির দিন ধার্য করেছে। হাফিজুর রহমান এহসান গ্রুপের একজন উপদেষ্টা এবং বিভিন্ন সময় মাহফিলে সাধারণ মানুষকে এহসানে টাকা গচ্ছিতের জন্য উদ্বুদ্ধ করেছে।
উল্লেখ্য প্রতারণা করে সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করা তথাকথিত এহসান গ্রুপের প্রতিষ্ঠাতা রাগীব আহসান এবং তার ভাইদের বিরুদ্ধে এক ডজনেরও বেশি মামলা দায়ের হওয়ার পর পুলিশ রাগীব তার ভাইদেরসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে। বর্তমানে তারা পিরোজপুর জেলা কারাগারে আছে। এর আগে গত ৯ জুন পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাগীব এবং তার ভাইদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দেয়।