বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:৩২ অপরাহ্ন
হাসিবুল হাসান
পিরোজপুর জেলায় প্রান্তিক, ভূমিহীন ও গৃহহীন পরিবার ২১ জুলাই তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে ৭০৯ টি ঘর পাচ্ছে। ২১ জুলাই সারাদেশের মত পিরোজপুরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলার ৭০৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ঘর বিতরণ করবেন।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং এ পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এ বিষয়ে সাংবাদিকদের জানান।
পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, পিরোজপুর জেলায় মোট ৪২০৬টি গৃহ তৈরী করে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে দলিলসহ হস্তান্তর করা হয়েছে। পিরোজপুর জেলায় প্রথম পর্যায়ে ১১৭৫টি, ২য় পর্যায়ে ২০০৪টি, ৩য় পর্যায়ের ১ম ধাপে ২২৮ টি, ৩য় পর্যায়ের ২য় ধাপে আগামী ২১ জুলাই ৭০৯টি পরিবারকে গৃহ প্রদান করা হবে। এ নিয়ে এ জেলায় মোট ৪ হাজার ২০৬টি গৃহ নির্মিত হয়েছে। এবারের ৭০৯টি গৃহের মধ্যে নাজিরপুরে ৩৬টি, নেছারাবাদে ৭০টি, কাউখালীতে ২০টি, সদর উপজেলায় ২১৫টি, ইন্দুরকানীতে ৮৬টি, ভান্ডারিয়ায় ১৭৫টি এবং মঠবাড়িয়ায় ১০৭টি রয়েছে। এছাড়া আরো ১১৯৭টি গৃহ নির্মাণের বরাদ্দ পাওয়া গেছে এবং বরাদ্দপ্রাপ্ত গৃহগুলির নির্মাণ কাজ চলমান রয়েছে।
জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম উদ্ভাবন হচ্ছে আশ্রয়ণ প্রকল্প। মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রীর এই লক্ষ বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য গৃহ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। প্রধ্যনমন্ত্রীর ঘোষাণা বাস্তবায়নে ২ শতাংশ করে খাস জমি বন্দোবস্ত প্রদান পূর্বক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একক গৃহ নির্মাণের মাধ্যমে বরাদ্দের উদ্যোগ নেয়া হয়েছে।মুজিব বর্ষ উপলক্ষে গ্রাম বাংলার প্রান্তিক ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের করার হচ্ছে। এছাড়া প্রতিটি আশ্রয়ণ প্রকল্পে সমবায়ভিত্তিক কার্যক্রম পরিচালনার লক্ষে রেজিষ্ট্রেশনের কাজ চলছে। আশ্রয়ণের বাসিন্দাদের সুপেয় খাবার পানির ব্যবস্থাসহ সম্ভাব্য সকল সুযোগ সুবিধা দেয়া হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে পিরোজপুর জেলার সকল গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ভূমি ও গৃহ তৈরী করে দেয়া সম্ভব হবে।
প্রেস বিফিং এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবীর, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন, সাবেক সভাপতি গৌতম নারায়ন চৌধুরী, প্রেসক্লাব সাবেক আহবায়ক জিয়াউল আহসান, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক এস এম পারভেজ, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক, প্রেসক্লাব কোষাধ্যক্ষ মো: হাসিবুল ইসলাম হাসান, প্রেসক্লাব দপ্তর সম্পাদক মো: তামিম সরদার, সহ পিরোজপুরে কর্মরত ইলেক্ট্রনিক, প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।