মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৩ পূর্বাহ্ন
বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব এর ৯২ তম জন্মদিন উপলক্ষে পিরোজপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদআছর জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ১ আসনে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম এ আউয়াল, সহ-সভপতি সৈয়দ শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ, সদস্য তৌহিদুল ইসলাম হিরু, সদস্য মতিউর রহমান সরদার, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন, সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাদুল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবলীগের সভাপতি রাসেল পারভেজ রাজাসহ জেলা, পৌর, সদর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।