রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩, ০৪:১৯ পূর্বাহ্ন
পিরোজপুরের স্বরুপকাঠী উপজেলায় স্ত্রী কতৃর্ক স্বামীর দুই হাতের কব্জি বিচ্ছিন্ন অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ভোরে জেলার স্বরুপকাঠী উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের বালিহারী এ ঘটনা ঘটে ।
আহত জাহারুল ইসলাম উজির (৪৫) জেলার স্বরুপকাঠী উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের বালিহারী গ্রামের আব্দুল মান্নানের পুত্র। এ ঘটনায় পুলিশ আহতের স্ত্রী মুর্শিদা বেগমকে আটক করেছে।
আহতের চাচা হারুল অর রশিদ জানান, পারিবারিক কলহের জেড় ধরে ভোর জাহারুলে স্ত্রী মর্শিদা তার স্বামীর দুই হাতের কব্জি কেটে ফেলায়। পরে জাহারুলের ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে জাহারুলকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে স্বরুপকাঠী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তৎক্ষনিক বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন করেন।
এ বিষয় স্বরূপকাঠি থানার ওসি (তদন্ত) মো: সোলায়মান গ্রামের সমাজ কে জানান, দুই হাতের কব্জি বিচ্ছিনের ঘটনায় আহত জাহারুলের স্ত্রী মুর্শিদাকে আটক করা হয়েছে। এছাড়া এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।