মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :
পিরোজপুরে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি.(ওজোপাডিকো) বিদ্যুৎ অফিসের কর্মরত একজন লাইনম্যানের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে পিরোজপুর পৌরসভার রাজারহাট এলাকার ভাড়া বাসার নিজ কক্ষ থেকে বিদ্যুৎ অফিসের লাইনম্যান মামুন হোসেন মোল্লার লাশ উদ্ধার করে পুলিশ ।
নিহত মামুন হোসেন মোল্লা (৪৫) বরিশালের সদর উপজেলার আমানগঞ্জ এলাকার মৃত শাহজাহান মোল্লার পুত্র।
ওজোপাডিকো পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মৃনাল কান্তি বড়াল জানান, শনিবার অফিসের নিয়মিত কাজ শেষে লাইনম্যান মামুন শহরের রাজারহাটস্থ বাসায় চলে যায়। আজ রোববার বিকেলে মানুষের বাসার মালিক সুজন সাহা ও অনিমেষ অফিসে এসে জানান যে মামুন তার নিজ কক্ষে দড়জা বন্ধ করে আছেন। অনেক ডাক-ডাকির পরও দরজা খুলছে না এবং মোবাইল ফোনও রিসিভ করছে না। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙ্গে লাইনম্যান মামুনকে মৃত অবস্থায় তার বিছানায় দেখতে পান।
পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো: মাসুদুজ্জামান জানান, ঘটনাস্থ থেকে পুলিশ লাইনম্যান মামুনের লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের পরে জানাযাবে কিভাবে তার মৃত্যু হয়েছে । এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।