মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৬ পূর্বাহ্ন
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে ৭ম তম বয়স ও বিষয় ভিত্তিক জাতীয় নৃত্য প্রতিযোগীতা উপলক্ষে পিরোজপুর জেলা পর্যায়ে বাছাই ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা পিরোজপুর জেলা শাখার ব্যবস্থাপনায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাছাই ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা পিরোজপুর জেলা শাখার সভাপতি ফেরদৌসী রহমান তানিয়া, সাধারণ সম্পাদক নয়ন জোমাদ্দার, নৃত্য বিচারক তানজীন আফরিন জিসা, অর্পনা সমাদ্দার, তামান্না রহমান, রুম্মান হোসেন, দ্বীলিপ মিস্ত্রী সহ অংশগ্রহনকারী ৩ শতাধিক প্রতিযোগী ও তাদের অভিভাবকবৃন্দ। পরে জেলা পর্যায়ের বাছাই শেষে বিজয়ীদের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য জেলা পর্যায়ের বাছাই হওয়া বিজয়ীরা আগামী ২২-২৪ সেপ্টেম্বর জাতীয় পর্যায়ে অংশগ্রহন করবে।