শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৪:৪০ পূর্বাহ্ন
হাজারো নেতা-কর্মী নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মাজার জিয়ারত করেছেন আওয়ামী লীগ নেত্রী সালমা রহমান হ্যাপী। সারা দেশে একমাত্র নারী হিসেবে দলীয় মনোনয়ন পেলেন তিনি।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি টুঙ্গিপাড়ায় জাতির জনকের মাজার জিয়ারত ও মাজারে পুষ্পমাল্য অর্পন শেষে এক দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।।
জানা যায়, আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সালমা রহমান হ্যাপী ঢাকা থেকে পিরোজপুর আসার পথে প্রথমে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মাজার জিয়ারত করবেন। এমন খবর আগেই জানতে পেরে প্রায় শতাধিক গাড়ী নিয়ে টুঙ্গিপাড়ায় আগে থেকেই অবস্থান নিয়েছিল পিরোজপুর জেলা আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠনের হাজারো নেতা-কর্মী। পরে তাদের সাথে নিয়েই জাতির পিতার মাজার জিয়ারত করেন পিরোজপুর থেকে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সালমা রহমান হ্যাপী।
জাতির জনকের মাজার জিয়ারত শেষে আওয়ামীলীগ নেত্রী সালমা রহমান হ্যাপী জানান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মাজার জিয়ারত সম্পন্ন করেই আমি নির্বাচনের কার্যক্রম শুরু করছি। বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার উপর আস্থা রাখতে পেরেছেন বলেই আজ আমাকে আওয়ামীলীগের মনোনয়ন দিয়েছেন। মনোনয়ন প্রদান করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা এবং মনোনয়ন বোর্ডের অন্য সকল আওয়ামীলীগের নেতাদের ধন্যবাদ। এছাড়াও আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে আমি আওয়ামীলীগের মনোনীত প্রার্থী তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী হিসেবে পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী হবো বলে আশা করছি।”
DCIM101MEDIADJI_0700.JPG
প্রসঙ্গত, শনিবার (১০ সেপ্টেম্বর) রাতেগণভবনে মনোনয়ন বোর্ডের সভা শেষে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তার দলীয় মনোনয়ন প্রাপ্তির বিষয়টি জানা যায়।