মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন
পিরোজপুর :
পিরোজপুরে জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত একমাত্র নারী প্রার্থী সালমা রহমানের মনোনয়ন পত্র জমা দেয়া হয়েছে। আজ বৃহষ্পতিবার বেলা ১১ টায় পিরোজপুর জেলা প্রশাসক ও নির্বাচনের রিটর্নিং অফিসার মোহাম্মদ জাহেদুর রহমানের কাছে এ মনোনয়নপত্র জমা দেয়া হয়।
এসময় মনোনয়নপত্র দাখিল করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও পিরোজপুর ১ আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এ. কে. এম. এ. আউয়াল, জেলা আওয়ামীলীগের সাধারণসম্পাদক এ্যাডভোকেট এম. এ. হাকিম হাওলাদার, পিরোজপুর পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কানাই লাল বিশ^াস, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট খান মো: আলাউদ্দিন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিব স্বপন, সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, পৌর আওয়ামীলীগের সভাপতি সাদউল্লাহ লিটন, সাধারণ সম্পাদ আমিরুল ইসলাম মিরণ সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
মনোনয়ন দাখিলের পরে প্রার্থী সালমা রহমান হ্যাপী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থার উপর আজ নির্বাচনের উদ্যেশ্যে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছি। বাকিটা ভোটারদেও সহযোগীতার উপর নির্ভর করবে।
জেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান খালিফা জানান, জেলা পরিষদ নির্বাচনে বেলা ১২ টা পর্যন্ত ৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া বিকেল ৩ টার পরে সর্বশেষ বিষয়ে জানানো যাবে।