বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৯:৩৫ অপরাহ্ন

শিরোনাম
বিলুপ্তপ্রায় শীতল পাটি শিল্পকে বাঁচিয়ে রাখতে রূপালী ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋন বিতরন পিরোজপুরে রূপালী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত পিরোজপুরে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত পিরোজপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত বরিশাল বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা সামনে রেখে একাউন্টিং বিভাগে ধর্মীয় আয়োজনে বিধি নিষেধ পিরোজপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে জেলা প্রশাসকের শুভেচ্ছা প্রদান সংবাদভিত্তিক ইউটিউব চ্যানেলের তালিকায় বিশ্বে ৬ষ্ঠ যমুনা টেলিভিশন পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত বরিশালে সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ছাত্রলীগের সাবেক নেতা মামুন বিন সাত্তারের দাফন সম্পন্ন

কাউখালীতে জমি নিয়ে বিরোধে প্রতিবেশীর হামলায় গুরুতর আহত বৃদ্ধ

পিরোজপুরের কাউখালী উপজেলায় জমি নিয়ে দ্বন্দের জেরে মীর আব্দুল আউয়াল (৬৫) কে আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। রবিবার সকালে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের সয়না গ্রামে এ ঘটনা ঘটে। আহত আব্দুল আউয়াল ঐ এলাকার মৃত মীর সৈয়দ আলীর পুত্র।

জানা যায়, জমির সিমানা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে একই এলাকার প্রতিবেশী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের সয়না গ্রামের আবুল বাশারের পুত্র রিয়াজ সরদার, তার স্ত্রী কাজল বেগম, ভাগ্নে সুমন মীর, শাকিল মীর, রাব্বীসহ তাদের দলবল নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে আহত আব্দুল আউয়ালের উপর হামলা করে।

স্থানীয়রা আব্দুল আউয়ালকে আহত অবস্থায় উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবিষয়ে অভিযুক্ত রিয়াজ সরদার হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, জমি নিয়ে এমন কোন হামলার ঘটনা ঘটেনি।

আহতের পুত্রবধূ লায়লা আক্তার বলেন, আমাদের ৩২ শতক জমিতে কবরস্থান ও বসতবাড়ি রয়েছে। যার এখনো ভাগবন্টন সম্পন্ন হয়নি। এ জমি জোরপূর্বক হামলাকারীরা দখল করে রাখার চেষ্টা চালায় প্রতিনিয়তই। সেই সূত্র ধরে রবিবার সকালে আমার শশুরের উপর হামলার ঘটনা ঘটে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে এখনো চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ঘটনার বিষয়ে সয়না রঘুনাথপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আবু সাইদ বলেন, জমি নিয়ে একটি মারামারির ঘটনা ঘটেছে। ঝামেলাটি অনেকদিনের, আমি অনেকবার সমাধানের চেষ্টা করেছি পারিনি সমাধান করতে। থানায় ২ পক্ষকে ডাকা হয়েছে সমাধানের জন্য।

এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ বনি আমিন বলেন, জমি নিয়ে বিরোধের জেড়ে মারামারির ঘটনা রয়েছে। থানায় ইতিমধ্যে এঘটনায় দুটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তের মাধ্যমে আইনী ব্যবস্থা নেওয়া হবে। তবে তাদের মধ্যে সমাধানের জন্য থানায় ২ পক্ষকে ডাকা হয়েছে।

শেয়ার করুন

© All rights reserved © 2017 gramersamaj.com
Design & Developed BY NCB IT