মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৮ পূর্বাহ্ন
মঠবাড়িয়া প্রতিনিধি :
আসন্ন পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী সালমা রহমান হ্যাপীকে জয়ী করতে মঠবাড়িয়ায় আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোবার সকালে মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও পিরোজপুর জেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধ আলহাজ¦ এ.কে.এম.এ আউয়াল।
সভায় মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন পলাশের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. হাকিম হাওলাদার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌর মেয়র আলহাজ¦ মো: হাবিবুর রহমান মালেক, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রেীয় উপদেষ্টা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না,জেলা আওয়ামীলীগ সদস্য মোস্তফা শাহ আলম দুলাল, জেলা আওয়ামীলীগ সদস্যআশরাফুর রহমান, মঠবাড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এমাদুল হক খান প্রমূখ। এ ছাড়াও বক্তব্য রাখেন, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি, সাধারণ সম্পাদক ও জন প্রতিনিধিরা।
বক্তারা বলেন আগামী ১৭ সেপ্টেম্বর পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী সালমা রহমান হ্যাপিকে নির্বাচিত করতে আওয়ামীলীগ বদ্ধ পরিকর।
মঠবাড়িয়ার স্থানীয় নেতারা তাদের বক্তব্য বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বাহিরে গিয়ে বিদ্রোহী হয়ে কোন ব্যাক্তি যদি নির্বাচনে অংশ গ্রহণ করে তাকে তাহলে দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে।