মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করেছে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ। দিনটি উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবকলীগ দুপুরে পিরোজপুর পৌরসভা প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে এক শারিরিক প্রতিবন্ধি যুবককে ব্যাটারী চালিত একটি রিক্সা প্রদান করেন পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ হাবিবুর রহমান মালেক। পরে পিরোজপুর টাউন ক্লাব মাঠে শতাধিক অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও বিকালে টাউন ক্লাব থেকে এক বর্ণ্যাঢ্য আনন্দ র্যালী বের হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব চত্তরে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, সাধারণ সম্পাদক সুমন সিকদার সাংগঠনিক সম্পাদক শুভদীপ শিকদার শুভ, আজমল হুদা নিঝুম, মান্নান সাইফুল, প্রচার সম্পাদক শওকত খান, দপ্তর সম্পাদক শাকিল শিকদার অপু, সমাজ কল্যাণ সম্পাদক অমিত বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।