মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের সাথে বৃক্ষ রোপন করেছেন পিরোজপুরের জেলা প্রশাসক পিরোজপুরে কোটা আন্দোলনকারীদের হামলায় নিহত স্বেচ্ছাসেবকলীগের নেতাদের নিহতের জন্য দোয়া মোনাজাত পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন খেটে খাওয়া দিনমজুর ও অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পিরোজপুর জেলা আওয়ামীলীগ কোটা আন্দোলনকারীদের হামলায় ছাত্রলীগের নেতা সাবাত আহত পিরোজপুরে রূপালী ব্যাংকের গ্রাহক সচেতনতা সপ্তাহ পালন আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে যুবলীগের আয়োজনে বৃক্ষ রোপন ও খাদ্য বিতরণ ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য কমিউনিটি পরিচালিত খাদ্য সহায়তা কর্মসূচী’র উদ্বোধন তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে পিরোজপুরে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ পিরোজপুরে মহান মে দিবস পালিত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি

আমি মো: আরিফুল হক সত্বাধিকারী মেসার্স  বিউটি  ইলেকটনিক্স, পিরোজপুর।গত ২৪ সেপ্টেম্বর  www .indurkaniralo com (ইন্দুরনাকী আলো) সহ কয়েকটি অনলাইন পোর্টালে “ওয়ালটনের পন্য ফেরি করে বিক্রয়ের” বিরুদ্ধে একটি খবর প্রকাশিত হয়।

যাহাতে আমার নাম মো: আরিফুল হক ব্যবহার করে একটি বক্তব্য ছাপা হয়েছে।প্রকৃতপক্ষে আমি মো: আরিফুল হক www indurkaniralo com (ইন্দুরনাকী আলো) সহ কোন অনলাইনেই  কোন বক্তব্য প্রদান করিনি। এমনকি কোন পত্রিকার সাংবাদিক আমার কাছে কোন ফোন বা সামনা-সামনি কোন সংবাদ সক্রান্ত বিষয়ে কথা বলেনি। গত ২৪/৯/২০২২ ইং তারিখে কিছু অনলাইন নিউজ পোর্টালে আমার নামে যে  বক্তব্য প্রকাশিত হয়েছ তা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। যে সংবাদ মাধ্যেমে এ বক্তব্য গুলো প্রকাশ হয়েছে তার প্রতিবেদক মিথ্যার আশ্রয় নিয়ে এহেন কথা প্রকাশ করেছে। আমি উক্ত সংবাদে আমার নামের কথা গুলো প্রকাশের তীব্র নিন্দা ও প্রদিবাদ জানাই। মূলত একটি কুচক্রী মহল আমাকে সামাজিক ভাবে ও ব্যবসায়ীক ক্ষতি করার লক্ষেই এহন ষড়যন্ত্র মূলক মিথ্যা কথা প্রকাশ করেছে।

আমি ওয়ালটন গ্রুপের  সাথে দীর্ঘদিন পর্যন্ত  অত্যান্ত সুনামের সাথে  ব্যাবসা পরিচালনা করে আসছি এবং ওয়ালটনের পন্য গুনগত মান বিশ্বমানের হওয়ায় ক্রেতাগনও খুশি আছে।  আমি প্রকাশিত খবরের সাথে কোন ভাবে জড়িত নয়। আমি এই প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

– মো: আরিফুল হক
মেসার্স  বিউটি  ইলেকটনিক্স
পিরোজপুর।

01716669964

শেয়ার করুন

© All rights reserved © 2017 gramersamaj.com
Design & Developed BY NCB IT