গ্রামের সমাজ ডেস্ক
- ১১ অক্টোবর, ২০২২ / ১২৯ জন দেখেছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি ও পিরোজপুরের সংরক্ষিত নারী আসন-১৯ এর সংসদ সদস্য শেখ এ্যানী রহমানের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলজাজ্ব এ কে এম এ আউয়াল।
এক শোক বার্তায় জেলা আওয়ামীলীগের সভাপতি আলজাজ্ব এ কে এম এ আউয়াল বলেন- শেখ এ্যানী রহমান ছিলেন আওয়ামী রাজনৈতিক পরিবারের সন্তান এবং একজন কর্মীবান্ধব নেতা। তিনি এলাকার উন্নয়নে সব সময় উদ্যোমী ছিলেন। তিনি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আজ মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শেখ এ্যানি রহমান ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
শেখ এ্যানি রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের স্ত্রী ও সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি।
তার বাবা এনায়েত হোসেন খান ছিলেন তৎকালীন বাকেরগঞ্জ-১৬ আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি। ২০১৯ সালে ২০ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেন এ্যানি।
বুধবার সংসদ সদস্য শেখ এ্যানী রহমানের মরদেহ বাংলাদেশে আনা হবে বলে জানাগেছে।