মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৪ পূর্বাহ্ন
বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার সংগঠন উপ-পরিষদের আয়োজনে সাংগঠনিক পক্ষ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) বিকালে জেলা অফিস কার্যালয়ে সাংগঠনিক পক্ষ উদ্বোধন করা হয়।
এসময় বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাতোয়ারা বেগম টুলির সভাপতিত্বে পিরোজপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপি, পিরোজপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাব নাসিমা আক্তার বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে মহিলা পরিষদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মহিলা পরিষদ জেলা শাখার প্রশিক্ষণ ও গবেশনা বিষয়ক সম্পাদক মাকুল খানম। এসময় মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার জেলা কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ, পাড়া গ্রাম ওয়ার্ড ইউনিয়ন কমিটির সদস্যবৃন্দ, আমন্ত্রিত সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।