রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩, ০৬:১০ পূর্বাহ্ন
বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার সংগঠন উপ-পরিষদের আয়োজনে সাংগঠনিক পক্ষ সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা অফিস কার্যালয়ে এই সাংগঠনিক পক্ষের সমাপনী অনুষ্ঠিত হয়।
এসময় মহিলা পরিষদ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাতোয়ারা বেগম টুলির সভাপতিত্বে পিরোজপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কামন্ডার মুক্তিযোদ্ধা গৌতম রায় চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ রব্বানী ফিরোজ, গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে মহিলা পরিষদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনার সঞ্চালনায় সভায় মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার জেলা কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ, পাড়া গ্রাম ওয়ার্ড ইউনিয়ন কমিটির সদস্যবৃন্দ, আমন্ত্রিত সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, নারীর অধিকার আদায়ে বিশ্বব্যাপী লড়াই চলছে। কেননা যুগ যুগ ধরে সভ্যতার বিকাশ হলেও অর্ধেক জনগোষ্ঠীর নারীকে অধিকার প্রতিষ্ঠায় আমরা এখনো পিছিয়ে। দীর্ঘ নারী আন্দোলনের ফলে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনায় নারী পুরুষের সমতা কেন্দ্রে পরিণত হয়েছে। আজকের পরিবারে সমাজে, কর্মক্ষেত্রে নারীর অবস্থান, জীবনযাত্রা, অংশীদারিত্বের, সমতা-মর্যাদার ক্ষেত্রে যে পরিবর্তন এসেছে তা তরুণ প্রজন্ম কীভাবে দেখছে তা আলোচনার উদ্দেশ্যে আজকের কর্মসূচির আয়োজন করা হয়েছে। কেননা তরুণদের হাত ধরে আগামীর নারী আন্দোলনের অগ্রসর করতে হবে।