রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩, ০৫:১৬ পূর্বাহ্ন
পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ইউপি সদস্য মামুন হাওলাদারকে কুপিয়ে হত্যার পর তার বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছেন পিরোজপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সালমা রহমান হ্যাপি।
মঙ্গলবার দুপুরে কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নে নিহত ইউপি সদস্যর বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে এমন সমবেদনা জানান।
এ সময় তিনি নিহত ইউপি সদস্য মামুনের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
পরে তিনি তার পরিবারের উদ্দেশ্যে বলেন, আপনারা কোন চিন্তা করবেন না। আমি আপনাদের পাশে আছি সবসময়। যখন যতটুকু প্রয়োজন আমাকে জানাবেন। আমি আমার সাধ্যমতো আপনাদের সহযোগীতা করবো। পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ আপনারা দ্রুত সময়ে ঘটনার সাথে সংশ্লিষ্ট সকলকে গ্রেফতার করে আইনের আওতায় আনবেন।