শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৩:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম
পিরোজপুরে ভূয়া দরখাস্ত দিয়ে হয়রানির অভিযোগে এক শিক্ষকে সংবাদিক সম্মেলন “স্মার্ট পিরোজপুর ” বিনির্মাণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী পিরোজপুরে শহীদ ফয়জুর রহমান আহমেদের ৫২ তম শাহাদাৎ বার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর নিদের্শে অসহায় কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিল পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ পিরোজপুরে মহান মে দিবস পালিত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫৬ জন পেলো প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিলের চেক দুর্নীতি অভিযোগ ও “বাংলাদেশ জিন্দাবাদ” শ্লোগানকে কেন্দ্র করে পিরোজপুর বাস মালিক সমিতির সাধারণ সভা পন্ড পিরোজপুরে শিশু শ্রম পরিবীক্ষণ কমিটির সভা

পিরোজপুরে পরাজিত ইউপি চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে ডাকাতির অভিযোগ

পিরোজপুর সদর উপজেলায় ইউপি নির্বাচনে পরাজিত এক চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার ভোর রাতে সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের শিকদার মল্লিক গ্রামে শিকদার বাড়িতে এ ঘটনা ঘটেছে।

ওই বাড়ির শরিফুজ্জান মণি শিকদার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হয়েছেন।

ভূক্তভোগীর পরিবারের সদস্যদের বরাতে পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান খালেক জানান, মঙ্গলবার ভোরে ৫-৭ জন লোক ডিবি পুলিশের পরিচয় দিয়ে শিকদার বাড়িতে ঢুকে। তারা প্রথমে বাড়ির ছেলে শরিফুজ্জান মণি শিকদারের কথা এবং তার কোথায় কি রাখা আছে জানতে চায়।

কিন্তু পরিবারের সদস্যরা সেসব তথ্য না জানালে তার শরিফুজ্জানের মা রওশন আরা হাবিবসহ আরো কয়েকজনকে বেধে বাড়িতে থাকা ৮ লক্ষাধিক টাকা ও আনুমানিক ৫০ ভরি স্বর্ণ নিয়ে যায় ডাকাতরা।

শরিফুজ্জানের ছোট ভাই মনিরুজ্জামান লিটন শিকদার বলেন, “গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার ভাই মনি শিকদার চেয়ারম্যান পদে নির্বাচন করেন। অল্প ভোটে আমরা হেরে গেলে পরে শুরু হয় যত সমস্যা।

“আমাদের ব্যবসা প্রতিষ্ঠান কয়েকদিন আগে পুড়িয়ে দেয়া হলো। এবার আমাদের বাড়িতে ডাকাতি। এমনটা নির্বাচনের আগে কখনোই ছিল না।”

এসব ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচারের দাবি জানান তিনি।

ওসি আ. জা. মো: মাসুদুজ্জামান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন

© All rights reserved © 2017 gramersamaj.com
Design & Developed BY NCB IT