রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩, ০৪:৪১ পূর্বাহ্ন
পিরোজপুরে সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিডেট এর দার্জিলিং ও ব্যাংকক ট্যুর এচিভার সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। পিরাজপুরের সকল এ্যাসোসিয়েটদের আয়োজনে সোমবার দুপুরে রোজ গার্টেন মিলনায়তনে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার হাক্কানী খন্দকার। সিনিয়র ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট জসীম উদ্দিন শেখ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র ইউনিট ম্যানেজার মো: হালিম মিয়া। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট মো: মাসুদ মনি ও শিমা আক্তার।
সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিডেট এর সদস্য নুসরাত জাহান বলেন, পিরোজপুরে জসিম উদ্দিন শেখের দক্ষ নেতৃত্বে সোনালী লাইফ ইন্সুরেন্স দুর্বার গতিতে এগিয়ে চলতেছে তারই ফলশ্রুতিতে পিরোজপুর থেকে ২ জন দার্জিলিং এবং একজন ব্যাংকক ট্যুর ভালো পারফরমেন্সের মাধ্যমে অর্জন করেছে এবং তাদেরকে সেলিব্রেশন দেওয়া হচ্ছে। ইন্সুরেন্সের সকল অনিয়ম প্রতারণা অবিশ্বাস দূর করার লক্ষ্যেই চ্যালেঞ্জ হিসেবে সোনালী লাইফ ইন্সুরেন্স কাজ করতেছে।