শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৪:২৪ পূর্বাহ্ন
সারা দেশের ন্যায় পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা ছাত্রলীগের আয়োজনে শহরের বালক উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে গিয়ে আলোচনা সভাস্থলে গিয়ে মিলিত হয়। পরে সভায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বারী তালুকদার জয়েনের সভাপতিত্বে এবং জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাঈনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি সাদুল্লাহ লিটন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অমি আদনান প্রিন্স, মোহাইমিনুল ইসলাম সাজিদ, সিরাজুল ইসলাম মামুন, জয়দেব চক্রবর্তী , যুগ্ম সাধারণ সম্পাদক জুলকার নাইম তীব্র, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইমতিয়াজ শুভ সহ জেলা, সদর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা সহ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।