মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :
আগামী ১৬-২৫ জানুয়ারী পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২৩ শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে মেলা আয়োজনে এক প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়। প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
মেলা বিষয়ে পিরোজপুর বিসিক জেলা কার্যালয়ের উপ ব্যবস্থাপক ,িলটন চন্দ্র বৈরাগী জানান, দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের (সিএমএসএমই) উৎপাদিত পণ্যের প্রচার,প্রসার, ক্রয়-বিক্রয়, বাজারজাত করনে ও নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষে পিরোজপুর জেলা প্রশাসনের সহযোগীতায় ও বিসিক জেলা কার্যালয়ের আয়োজেনে আগামী ১৬-২৫ জানুয়ারী পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২৩ অনুষ্ঠিত হবে।