বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১২:০০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পিরোজপুর জেলা স্টেডিয়াম মাঠে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ প্রথম পর্ব আন্ত: উপজেলার পুরষ্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পিরোজপুর স্টেডিয়ামে প্রতিযোগীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন । জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
প্রধান অতিথি এ সময় এ প্রতিযোগীতায় ৮টি ইভেন্টের ১৫০ বিজয়ীর মাঝে পুরষ্কার হিসেবে ১ লক্ষ ৮৭ হাজার ৫০০ টাকা বিতরণ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ন চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ রব্বানী ফিরোজ, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মাওলা নকীবসহ ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশেসনের ব্যাবস্থাপনায় অনুর্ধ্ব ১৭ বয়সের মোট ৮টি ইভেন্টে তিন দিন ব্যাপী এই গেমস শনিবার থেকে শুরু হয়েছিলো।